• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৩৬:২৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

৪২ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব


শনিবার ১২ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫৫



ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে ৪২ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ মো: রহিদুল ইসলাম ও মো: মুসা সরকার নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার গভীর রাতে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

মোঃ রহিদুল ইসলাম রংপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে এবং মোঃ মুসা সরকার লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মো: সোলেমান আলীর ছেলে। এঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->