• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫৪:১০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৫:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত


শনিবার ২৬শে নভেম্বর ২০২২ বিকাল ০৫:২৫



নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

ছবি : সংগৃহীত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সবুজ (৩০) ডেমরা থানায় এসআই পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শিবপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ নুর উদ্দিন বলেন, শনিবার সকাল ৯টার দিকে নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিলেন সবুজ। পথিমধ্যে কারারচরে মদিনা ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরবাইকে ধাক্কা দেয়। এতে আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->