চ্যানেল এস ডেস্ক :
নাটোরে অভিনব কায়দায় ডাল ও পাটালি গুড়ের কার্টুনে হেরোইন পরিবহণকালে ২১০ গ্রাম হেরোইনসহ মোঃ হান্টু মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
হান্টু মন্ডল রাজশাহীর চারঘাট থানার তাতারপুর ফৌজদার পাড়ার মৃত মেজবান মন্ডলের ছেলে।
এ ঘটনায় নাটোর সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুনঃ