• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:২০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

অফিস টাইমে প্রাইভেট চেম্বারে রোগী দেখলেই কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী


মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩১



অফিস টাইমে প্রাইভেট চেম্বারে রোগী দেখলেই কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

সুলাইমান কবির, চ্যানেল এস: 

হাসপাতালে ডিউটি ফেলে প্রাইভেট চেম্বারে রোগী দেখার বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে কতিপয় চিকিৎসকের বিরুদ্ধে। তবে এবারএমন চিকিৎসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবারবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  প্রধান অতিথিরবক্তব্যে মন্ত্রী বলেন, যে চিকিৎসকই হননা কেন অফিস টাইমে বাইরে রোগী দেখলে সহ্য করা হবে না। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পত্র-পত্রিকা ও টেলিশিনে প্রায়ই ভুল চিকিৎসার কথা শোনা যায়। কিন্তু ভুল চিকিৎসা বলে কিছু নেই৷ কিছু হলেই সেটাকে ভুল চিকিৎসা বলা যায় না। এসময় চিকিৎসকদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তাদের সুরক্ষার বিষয়টি দেখবেন মন্ত্রী নিজেই। কিন্তু সবার আগে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে চিকিৎসকদেরই। অন্যথায় নেয়া হবে কঠোর ব্যবস্থা। 

হিটস্ট্রোক বিষয়েএক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হিটস্ট্রোকের প্রস্তুতি নিতে হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ বেড খালি রাখার পরামর্শ দেয়া হয়েছে। 

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সাচিপের সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দীন চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

এছাড়া ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশ্বে শীর্ষ অবস্থানে তুলে আনার অঙ্গীকার করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক দীন মো. নূরুল হক।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->