রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
জানা গেছে, আগামী অক্টোবর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় সম্ভাব্য ২২ টি দেশের স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ও সচিব পর্যায়ের নেতারা রূপগঞ্জে একটি কনফারেন্স করবেন। এ উপলক্ষে শনিবার সকালে কনফারেন্সের ভেন্যু নির্ধারন, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানোর লক্ষ্যে এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী।
হাসপাতাল পরিদর্শন শেষে দাউদপুর ইউনিয়নের জিন্দা মডেল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ