• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৫৮:০০ (17-May-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর চার কর্মকর্তা নিহত


মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০২৪ দুপুর ১২:১৫



যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর চার কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দেশটির নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। 

স্থানীয় পুলিশ বলেছে, নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটের একটি উপশহর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় মার্কিন মার্শাল ফিউগিটিভ টাস্ক ফোর্সের চার সদস্যকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী। 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গেলে গোলাগুলি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএস মার্শাল টাস্ক ফোর্সের কর্মকর্তারা শার্লটের আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় একটি বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন এক ব্যক্তি। বাড়ির ভেতরে সন্দেহভাজন একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কাছাকাছি রাস্তাগুলো বন্ধ করে দেয়। পরে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করতে থাকেন। এভাবে কয়েক মিনিট ধরে গুলি চালানো হয়। 

‘আজ আমরা এমন কিছু নায়ককে হারিয়েছি, যারা আমাদের বাসিন্দাদের নিরাপদ রাখার চেষ্টায় বের হয়েছিল’, যোগ করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ৩০ বছরের মধ্যে এটি পুলিশ কর্মকর্তাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা, যা তিনি স্মরণ করতে পারেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ