চ্যানেল এস ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রেভিত্তিক সংস্থা আইআরআই এবং এনডিআই। ভোটের দিন নির্বাচন কমিশনের (ইসি) স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে ভোটের হার হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে কমিশনের কাছে জানতে চেয়েছে সংস্থাগুলো। ইসির পক্ষ থেকে এ বিষয়ে প্রমাণ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
নির্বাচন পর্যবেক্ষণে ভোটের আগে থেকেই ইসিতে আনাগোনা ছিল আইআরআই এবং এনডিআইয়ের। এরপর ইসির স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসে ভোটের হার হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলে সংস্থা দুটি। এ নিয়ে সোমবার (১৫ জানুয়ারি) কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সংস্থাগুলোর প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রতিনিধিদের ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে তাদের সব প্রশ্নের জবাব দিয়েছে কমিশন।
ইসির অতিরিক্ত সচিব বলেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসে ভোটের হার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। ওই দুই সংস্থার প্রতিনিধিরা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে আমাদের কাছে জানতে চিয়েছিলেন ভোটের হারের শতাংশটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল কিনা। আমরা তাদেরকে অ্যাপসটা খুলে দেখিয়েছি যে আমাদের ৪২ হাজারের বেশি প্রিসাইডিং অফিসারের মধ্যে দুইটার সময় কতজন এন্ট্রি দিতে পেরেছিলেন আর কতজন পারেননি। এ কারণে শতাংশের এমন পার্থক্য হয়েছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল হতে পারে আগামী সপ্তাহে। এছাড়া রমজানের আগেই নির্বাচন কমিশন স্থানীয় সরকারের উপজেলা পরিষদের ভোটের প্রথম ধাপ শেষ করতে চায় বলেও জানান তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, সংসদে ভোটার তালিকা যেভাবে প্রকাশ হয়, সেটার খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর কোনো আপত্তি না থাকলে সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীকালে কমিশনের অনুমোদনে তফসিল ঘোষণা হবে।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মৃত্যুবরণ করায় কুমিলা সিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে ইসি এখনো চিঠি পায়নি বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ