• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৩৫:৩১ (16-Feb-2025)
  • - ৩৩° সে:

আখেরি মোনাজাত দুপুরে


বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫০



আখেরি মোনাজাত দুপুরে

বিশ্ব ইজতেমা মাঠ

তরিক শিবলী

তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমারদ্বিতীয় পর্বে চলছে হেদায়েতি বয়ান। বুধবার সকাল সাড়ে ৯টারদিকে হেদায়াতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে এর তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। তাবলিগ জামাত শুরায়ি নেজাম অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর অনুবাদ করবেন মাওলানা জুবায়ের। পরে আনুমানিক দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হবে। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব আয়োজন ও অংশগ্রহণ করেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->