মোঃমামুনুর রহমান, চ্যানেল এস:
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চলবে। এমন ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে শনিবার সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা।
বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার। তিনি বলেন, আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলার প্রতিনিধিদের বৈঠক হবে। পরে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
এর আগে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাহবাগ মোড়ে সমবেত হয়। এসময় আন্দোলনকারীদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীসহ পথচলতি সাধারণ মানুষ।
মন্তব্য করুনঃ