• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৪:১৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জোলি!


সোমবার ৮ই এপ্রিল ২০২৪ দুপুর ০১:৩৫



পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জোলি!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

বিচ্ছেদের দীর্ঘ পাঁচ বছর পর সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার দেয়া তথ্যমতে, হলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও ব্র্যাড পিট বাস্তব জীবনে নায়ক নয়; বরং একজন খলনায়ক চরিত্রের জ্বলন্ত উদাহরণ। 

মার্কিন সাময়িকী নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের বিমান ভ্রমণের সময় নয়, তার আগে থেকেই জোলির ওপর শারীরিক নির্যাতন করতেন পিট। 

জোলি আরও বলেন, ‘২০১৬ সালে পিটের শারীরিক নির্যাতনের কথা মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আসে। কারণ, ওই বিমান ভ্রমণে পিট প্রথমবারের মতো আমার শিশুদের ওপর শারীরিক নির্যাতন শুরু করে। আমার ওপর করা শারীরিক নির্যাতন আমি মেনে নিলেও শিশুদের ওপর শারীরিক নির্যাতন আমি মেনে নিতে পারিনি। তাই বিমানের ওই ঘটনার পর প্রকাশ্যে আনি পিটের শারীরিক নির্যাতনের কথা।’ 

নিউইয়র্ক পোস্টকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে পিটের নির্যাতনের কথা বলতে গিয়ে এ সময় দুঃখ প্রকাশ করে জোলি বলেন, ‘শিশুদের ওপর শারীরিক নির্যাতন শুরু করার পরই দ্রুত বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। আমি মনে করি, ওই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল।’ 

এদিকে অভিনেত্রীর আইনি দল ও আইনি নথি অনুযায়ী, পিট এতটাই মানসিক বিকারগ্রস্ত ছিলেন যে মাতাল হয়ে জোলির ওপর তিনি নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। আর সে খবর যেন কোনোভাবেই মিডিয়ায় প্রকাশ না পায়, এ জন্য অভিনেত্রীকে ট্র্যাপে ফেলে তার সঙ্গে একটি ‘ননডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ করেন। 

ওই চুক্তি অনুযায়ী, জোলি স্বামী পিটের এমন নির্যাতনে চুপ করে থাকবেন এবং গণমাধ্যমকে কিছুই জানাবেন না। এদিকে অভিনেত্রীর আইনজীবীরা সম্প্রতি দাবি করেছেন, ট্র্যাপে ফেলে আবারও ২০২১ সালে জোলির সঙ্গে পিট ওই চুক্তি করতে চেয়েছিলেন। এ জন্য জোলিকে তিনি বলেন, নতুন অ্যাগ্রিমেন্টে সাইন করলে জোলি তার ছেলেমেয়েদের কাস্টডি পাবেন। 

২০০৪ সালে ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন জোলি-পিট। কিন্তু ওই সময় পিট বিবাহিত ছিলেন। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু জোলির প্রতি বেশি দুর্বল হয়ে পড়ায় জেনিফারকে ডিভোর্স দিয়ে ২০০৫ সালেই লিভ টুগেদারের সিদ্ধান্ত নেন পিট। 

এরপর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের দুবছর কাটতে না কাটতেই ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন জোলি। তিন বছর আলাদা থাকার পর অবশেষে এ সেলিব্রেটি দম্পতি ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->