• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২৭:৫৯ (02-May-2024)
  • - ৩৩° সে:

আগুনে পুড়ল ইতালির স্বপ্ন


শুক্রবার ১লা মার্চ ২০২৪ বিকাল ০৪:২৬



আগুনে পুড়ল ইতালির স্বপ্ন

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ মারা গেছেন ইতালি প্রবাসী ব্যবসায়ী সৈয়দ মোবারক হোসেন। ইতালিতে স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়া মোবারক মাসখানেক আগে দেশে এসেছিলেন। কথা ছিল স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে ইতালি যাবেন।  ভিসাও প্রস্তুত ছিল কিন্তু আর যাওয়া হলো না। 

মোবারকের চাচাতো ভাই ফয়সাল জানান, রাজধানীর মধুবাগ থেকে স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন মোবারক। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। 

ফয়সাল বলেন, পরিবারটি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য সব প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তাদের আর যাওয়া হলো না।। পরিবারের আর কেউ বেঁচে রইলো না। 

রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ