• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৬:৪০ (02-May-2024)
  • - ৩৩° সে:

সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে


বৃহঃস্পতিবার ৭ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০১



সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সে হিসাবে লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমেছে।

আগামী ৮ মার্চ থেকে নতুন এই দাম কার্যকর হবে।

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় আজ প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ