• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:৫১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নাটোরে র‌্যাবের অভিযান, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ দুপুর ১২:৩৪



নাটোরে র‌্যাবের অভিযান, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত প্রতারক চক্রের দুই সদস্য।

মফস্বল ডেস্ক :

নাটোরে প্রতারক চক্রের মূলহোতা মোঃ ফেরদৌস মন্ডল সহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার(৬ জানুয়ারী) রাতে জেলা সদরের পূর্ব হাগুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা কর।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া থানার লক্ষ্মীমন্ডল গ্রামের মৃত আনসার মন্ডলের ছেলে মোঃ ফেরদৌস মন্ডল ও নাটোরের সিংড়া থানার মাটিকাটা গ্রামের মৃত বাছেদ প্রামানিকের ছেলে মো: মজিদ প্রামানিক।

তাদের বিরুদ্ধে স্বর্ণের মূর্তি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->