• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২১:০২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জের এনায়েতপুরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫০



সিরাজগঞ্জের এনায়েতপুরে ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জের এনায়েতপুরে ফসলি জমি থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে জালালপুর ইউনিয়নের সৈয়দপুরের ফসলি জমি থেকে শামচুল হক মোল্লা (৫০) নামের ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। তিনি সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে এলাকার কৃষকরা মাঠে গেলে একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে শামচুল হকের লাশ উদ্ধার করে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটন হবে। হত্যার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->