জাফরুল সাদিক, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুঘুমারী চন্দনবাইশায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ও সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চেলোপাড়া বগুড়ার আয়োজনে এ সমাবেশ ও মতনিনিময় সভার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজির আলম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক মোঃ মহি উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ