• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৫:৩৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

মা পদক পাচ্ছেন আনোয়ারা


রবিবার ৫ই মে ২০২৪ দুপুর ১২:৫৭



মা পদক পাচ্ছেন আনোয়ারা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

২০২২ সাল থেকে প্রতি বছর বিশ্ব মা দিবসে মা পদক প্রদান করে আসছে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান আলী-রুপা ফাউন্ডেশন। আগামী ১২ মে বিশ্ব মা দিবস উপলক্ষে মা পদক ২০২৪ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সিনেমা, নাটক, গান, নৃত্যাঙ্গনসহ দেশের প্রশাসন, শিক্ষা, সাংবাদিকসহ বেশকিছু ক্যাটাগরিতে এবার কৃতি সন্তানদের মায়েদের মা পদক দেওয়া হবে।

প্রতিবারই চলচ্চিত্র কিংবা নাটকের এমন একজন অভিনেত্রীকে মা পদক বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সেই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

বিষয়টি জানার পর অভিনেত্রী আনোয়ারা বলনে, এর আগে অভিনয়ের জন্য রাষ্ট্রীয়, জাতীয় স্বীকৃতি পেয়েছি আমি ৯ বার। কিন্তু অসংখ্য মায়ের চরিত্রে অভিনয় করার জন্য মা পদকে ভূষিত হচ্ছি। এটি সত্যিই আমার কাছে অন্যরকম ভালোলাগার। দর্শক আমাকে ভালোবাসেন; এটাই আমার বড় প্রাপ্তি। এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->