• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বিনা খরচে ১৪০ বিষয়ে প্রশিক্ষণের সুযোগ, পাবেন ভাতাও


বুধবার ১৯শে অক্টোবর ২০২২ দুপুর ০২:৪৭



বিনা খরচে ১৪০ বিষয়ে প্রশিক্ষণের সুযোগ, পাবেন ভাতাও

No Caption

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এম্প্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ( সেইপ ) এর আওতায় সারাদেশে ৩৪৭টি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ গ্রহণের জন্য আগ্রহীদের নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

প্রশিক্ষণের সুবিধাদি
১। বিনা খরচে হাতে-কলমে প্রশিক্ষণ।
২। দৈনিক ১৫০ টাক ভাতা।
৩। অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের এককালীন ৫০০০ টাকা বৃত্তি।
৪। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের কমপক্ষে ৬০ শতাংশ চাকরির সুযোগ।

যাদের জন্য এই প্রশিক্ষণ
১। বয়সসীমা ১৮-৪৫ বছর নারী ও কর্মক্ষম যুবক।
২। শিক্ষাগত যোগ্যতা ট্রেডভেদে পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি পাস।

প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন
১। কমপক্ষে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত।
২। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অগ্রাধিকার।

প্রশিক্ষণের বিষয়
১। ইলেক্ট্রিক্যাল
২। ইলেক্ট্রনিক্স
৩। ওয়েডিং
৪। ড্রাইভিং
৫। ফ্রিজ/এসি মেরামত
৬। প্লাম্বিং/ মেশিন
৭। গার্মেন্টস
৮। ফুড অ্যান্ড বেভারিসহ মোট ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।


যোগাযোগ যেভাবে

আপনার নিকটস্থ সেইপের অধীনে পরিচালিত যেকোনো প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে। এছাড়াও হটলাইনে ০১৩২১২০১১৩৮ অথবা ভিজিট করতে পারেন https://seip-fd.gov.bd এই ঠিকানায়।

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->