সিলেটের জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উপজেলা একাডেমীক সুপারভাইজার আজিজুল হক খোকন'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৩৭ জন শিক্ষার্থী, প্রতিষ্ঠান পর্যায়ে ৩টি ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ৩জন এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে ৩জন কে পুরুষ্কার প্রদান করা হয়।
মন্তব্য করুনঃ