গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরর সহযোগিতায় এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মো: শাহ আলম।
কর্মশালায় বন্যা ও দুর্যোগ কালীন সময়ে নিরাপদে লোকজন কে সরিয়ে নিতে আশ্রয় কেন্দ্র স্থাপন, উদ্বার কাজ চালানো, ঝুকিপুর্ন এলাকা চিহ্ণিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহন, ক্ষতিগ্রস্থ মানুষদের তালিকা তৈরী ও শুকনো খাবার বিতরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য করুনঃ