• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:২৫ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

সিলেটে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার-৩


বুধবার ২৬শে জুন ২০২৪ রাত ০৮:৪৬



ছবি: চ্যানেল এস

সিলেট প্রতিনিধি: 

সিলেটের জাফলংয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। 

পুলিশ ও ওই নারীর পরিবার জানায়, ২২ জুন রাত ১০ টার পর ভুক্তোভোগী নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও ফরিদসহ আরো কয়েকজন রসুলপুর গ্রাম থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। 

বাড়ি ফিরে ওই নারী তার মায়ের কাছে ঘটনা খুলে বললে পরিবারের সদস্যদের নিয়ে সোমবার রাতে থানায় উপস্থিত হয়ে ওই নারী বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের এক নারী চিকিৎসক ওই নারীর ডাক্তারি পরীক্ষা করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->