• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৩৩:২৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

সিলেটে পরপর দুই বন্যার কারণে দেখা নেই পর্যটকের


শনিবার ২৯শে জুন ২০২৪ দুপুর ০১:২৬



ছবি: চ্যানেল এস

সালমান শাহ গোয়াইনঘাট: 

নদী, পাহাড়, চা বাগান আর পাহাড়ি ঝর্ণার সমন্বয়ে প্রকৃতির অপ রূপ-রূপের  লাবণ্যে ঘেরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো। 

আর এসব নয়নাভিরাম সৌন্দর্য দেখতে ঈদ–পরবর্তী সময়ে পর্যটকেরা ছুটে আসতেন প্রকৃতিকন্যা জাফলং, বিছনাকান্দি রাতারগুল, অপার সৌন্দর্যমন্ডিত গ্রাম পান্তুমাইসহ, জাফলংয়ের মায়াবী ঝরনাধারায়। 

বর্ষায় আর বৃষ্টিতে যতদূর চোখ যায় পাহাড়-টিলা, নদী, চা-বাগানে সবুজের হাতছানি। বর্ষায় প্রকৃতির অপ রূপ-রূপের  লাবণ্যে এমন করেই সাজে সিলেট। অথচ এবার সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে  ছিল সুনশান নিরবতা। 

২০২২শের বন্যার পর এ বছর পরপর দুইবার সিলেটে হলো ভয়াবহ বন্যা। ফলে ঈদের আগে থেকেই বন্ধ ঘোষণা করা হয় পর্যটনকেন্দ্রগুলো। 

বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে, খুলে দেওয়ার পরও পর্যটক শুন্য জাফলং। কয়েকটি স্পটে পর্যটক থাকলেও তা ছিল স্থানীয় সীমিত পর্যটক। তার পাশাপাশি  এখানকার কসমেটিক ও মুদি দোকান থেকে শুরু করে হোটেল, মোটেল-রিসোর্ট বেশির ভাগই রয়েছে ফাঁকা। 

বিশাল প্রস্তুতি নিয়ে রাখা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত পর্যটক না আসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে পর্যটন স্পটগুলোতে। 

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্বিঘ্নে ঘুরতে আসার আহ্বান জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা। 

মন্তব্য করুনঃ


-->