• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫৩:২১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর


শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:৫৯



নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

ছবি : সংগৃহীত

মফস্বল ডেস্ক :

নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কালাম শেখ গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার মৃত আহাদ শেখের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটে মোটরসাইকেল যোগে রওনা দেন কালাম শেখ। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->