• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:২৬:৫৫ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টিকে থাকলো পানামা


শুক্রবার ২৮শে জুন ২০২৪ দুপুর ০১:৪৪



যুক্তরাষ্ট্রকে হারিয়ে টিকে থাকলো পানামা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

কোপা আমেরিকার চলতি আসরে দুর্দান্ত গতিতে ছুটে চলছে উরুগুয়ে। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে ৬০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে উরুগুয়ে। বিপরীতে ৪০ শতাংশ বল রেখে ৪টি শট নিয়ে মাত্র ১টি লক্ষ্যে রাখতে পারে বলিভিয়া।

উরুগুয়ে ১৮টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখে ৫ বার জাল খুঁজে নেয়।  এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো উরুগুয়ে। 

মন্তব্য করুনঃ


-->