• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১২:২৬ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

আজ পুরোপুরি বন্ধ পোস্তগোলা সেতু, চলতে হবে বিকল্প যে পথে


শনিবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২১



আজ পুরোপুরি বন্ধ পোস্তগোলা সেতু, চলতে হবে বিকল্প যে পথে

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

চলছে রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার কাজ। ফলে গত দুই দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও অনুমতি ছিল হালকা যান চলাচলের। কিন্তু আজ সব ধরনের যানবাহনের জন্যই বন্ধ থাকবে সেতু। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহাকারী যানবাহনগুলোকে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি)  বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দেয়া হয়েছে বিকল্প রুটের নির্দেশনাও। 

এর আগে, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে। 

সে হিসেবে আজ কোনো ধরনের যানবাহন পোস্তগোলা সেতু ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হবে বিকল্প রুট। ২০২০ সালে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ে’র ধাক্কায় ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছিল। 

প্রসঙ্গত, পোস্তগোলা ব্রিজ বুড়িগঙ্গা সেতু-১ নামেও পরিচিত। জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে। সেতুটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক (এন-৮) বা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->