• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৪১:২৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নাটোরে র‌্যাবের অভিযান, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ দুপুর ১২:০২



নাটোরে র‌্যাবের অভিযান, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী।

মফস্বল ডেস্ক :

নাটোরের সিংড়া ও গুরুদাসপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার(১১ জানুয়ারী) বিকেলে ও সন্ধ্যায় সিংড়ার বিলদহর এবং গুরুদাসপুরের বৃন্দাবন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন,নাটোরের সিংড়া থানার কালিনগর গ্রামের মোঃ সোহেল রানা,বিলদহর গ্রামের মোঃ তাহিদ,গুরুদাসপুর থানার বৃন্দাবনপুর গ্রামের মোঃ ওয়াসিম শেখ ও একই গ্রামের মোঃ সেলিম সরদার।

উভয় ঘটনায় নাটোরের সিংড়া এবং গুরুদাসপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->