• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৫:১২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৫:০১ পিএম, ১৯ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

রাজশাহী আরজেএফ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বুধবার ১৯শে জুলাই ২০২৩ বিকাল ০৫:০১



রাজশাহী আরজেএফ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

"প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা", এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের আহবায়ক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম জহিরুল ইসলাম। শাহিন সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান। এসময়, আরজেএফ এর কেন্দ্রীয় সহ-সভাপতি সেকেন্দার শেখ, রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি শাহিনুর রহমান সোনা এবং বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন সহ অনেকে বক্তব্য রাখেন। সম্মেলনে আবু কাওসার মাখনকে সভাপতি, নুর কুতুবুল আলমকে সিনিয়র সহ-সভাপতি এবং আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা আরজেএফ এর ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->