• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:২৩ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য...


বৃহঃস্পতিবার ৮ই সেপ্টেম্বর ২০২২ ভোর ০৫:০১



মানুষ মানুষের জন্য...

ফাইল ছবি

আলোকচিত্রী মাহবুবুর রহমান দিপু সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দিপুর পরিবার জানিয়েছে, তাঁর পায়ের ঊরুর হাড় ভেঙে গেছে। কোমরের দুটি হার ভেঙে নিচে নেমে এসেছে এবং বেশ কয়েক জায়গায় ফাটল ধরেছে। তাঁর মূত্রনালি ফেটে গেছে, যৌনাঙ্গ থেঁতলে গেছে।

এ ছাড়া তাঁর গলায় কাচ ঢুকেছে, জিহ্বা কেটে তিনটি অংশ হয়েছে। তাঁর স্মৃতিশক্তি এখনো স্বাভাবিক হয়নি।

 

দিপুর পরিবার জানায়, উন্নত চিকিত্সার জন্য চিকিত্সকরা দিপুকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগান দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে দিপুর পরিবার সমাজের বিত্তবানদের সাহায্য-সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা Maruf Ar Rahman, Bkash : 01914860605; Nasrin Rahman, Bkash : 01616192145; FAUZIA OASIA EMA, NCC Bank Babubazar (DHAKA), Acount Number- 006-0310010167, Routing No : 160270554| সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->