• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৪:২৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

সিংড়ায় র‌্যাবের হাতে মোবাইল চোর চক্রের ৫ সদস্য আটক


বৃহঃস্পতিবার ২২শে ডিসেম্বর ২০২২ সকাল ১১:২৮



সিংড়ায় র‌্যাবের হাতে মোবাইল চোর চক্রের ৫ সদস্য আটক

র‌্যাবের হাতে আটককৃত মোবাইল চোর চক্রের সদস্যরা

চ্যানেল এস ডেস্ক :

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা রাজন আলী সহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনকারী এক যুবককেও আটক করা হয়েছে।

মঙ্গলবার(২০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বুধবার(২১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত উপজেলার খাগরবাড়িয়া, সিংড়া বাসষ্ট্যান্ড ও বামিহাল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো সিংড়া উপজেলার রাজন আলী, মোঃ আব্দুল মালেক, মোঃ বিপ্লব হোসেন, মোঃ সেলিম হোসেন, মোঃ আব্দুল রশিদ ও মোঃ রাসেল।

এ ঘটনায় সিংড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->