মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী, সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২৫ ফেব্রুয়ারি রোববার চরজব্বর থানায়এক সংবাদসম্মেলনে নোয়াখালী্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ১টি ধারালো ছুরি, ১ টি লোহার দা, ২টি গ্রিল কাটার মেশিন, ২ টি লোহার রড়, ২ টি লোহার পাইপ, ১টি এসএস পাইপ, ১টি মোটা দড়ি ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করে। আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুনঃ