• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:২২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

১২:৪৬ পিএম, ২২ অগাস্ট ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
জনদুর্ভোগ

বন্যাকবলিতদের উদ্ধারে সেনা-বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড


বৃহঃস্পতিবার ২২শে আগস্ট ২০২৪ দুপুর ১২:৪৬



বন্যাকবলিতদের উদ্ধারে সেনা-বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড

ছবি: চ্যানেল এস

ভারী বৃষ্টি ও উজানের পানিতে সৃষ্ট আকষ্মিক বন্যায় প্লাবিত দেশের ৮ জেলা। বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি। তলিয়ে গেছে সব সড়ক, ফসলি জমি । ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। 

বন্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 

ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া, টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজিবি সদস্যরাও স্পিডবোটে উদ্ধারকাজ শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতায় বাংলাদেশ কোস্টগার্ডও যুক্ত হচ্ছে। 

বন্যার কারণে স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানির স্রোতের কারণে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ব্যক্তি উদ্যোগেও অনেকে নৌকা ও শুকনো খাবার নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা। 

এরইমধ্যে বন্যাদুর্গত এলাকায় ত্রাণকাজের জন্য নগদ ১ কোটি ৮৭ লাখ টাকা, ১৫ হাজার ৯০০ মেট্রিক টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->