• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২০:০২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৭:০৮ পিএম, ১১ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগরকান্তা


মঙ্গলবার ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৮



পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগরকান্তা

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগরকান্তা নামের একটি মাদার ভ্যাসেল। সোমবার বিকালে এ জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌছায়। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি ছেড়ে আসে। মঙ্গলবার সকালে জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ ও প্রস্থ ৩২.২৬ মিটার। বন্ধ হয়ে পড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর মোট ৫টি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->