• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৫০ (04-May-2024)
  • - ৩৩° সে:

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট


বুধবার ১৩ই মার্চ ২০২৪ দুপুর ০২:১১



বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

দেশ অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়ায় বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার (১২ মার্চ) এ ঘোষণা দেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। 

প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক সংকটের অবস্থা বিবেচনা করে প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ বাড়াতে চান না। তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

অন্যদিকে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তার মেয়াদকালে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। 

রোববার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ