• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৬:৪১ (04-May-2024)
  • - ৩৩° সে:

৩৫ সোমালি জলদস্যুকে আটক করে আনা হলো ভারতে


রবিবার ২৪শে মার্চ ২০২৪ সকাল ১১:২৮



৩৫ সোমালি জলদস্যুকে আটক করে আনা হলো ভারতে

ভারতীয় নৌবাহিনী কর্তৃক একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধারের কয়েক দিন পর তাদের ভারতে আনা হলো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

সাগরে জাহাজ ছিনতাইয়ের অভিযোগে বিচারের মুখোমুখি আটক ৩৫ সোমালি জলদস্যুকে ভারতের মুম্বাই বন্দরে আনা হয়েছে। ভারতীয় নৌবাহিনী কর্তৃক একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধারের কয়েক দিন পর তাদের ভারতে আনা হলো। খবর আলজাজিরার। 

এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার ভোরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নোঙর করেছে। 

উত্তর আরব সাগরের সোকোত্রার পূর্ব উপকূলীয় এলাকা থেকে গত ডিসেম্বরে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে নিয়ে যায় সোমালি জলদস্যুরা। এরপর থেকে কয়েক মাস জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাগরে জলদস্যুতা করে আসছিল তারা। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, সোমালিয়া উপকূলে বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করতে এই জাহাজটি ব্যবহার করে থাকতে পারেন জলদস্যুরা। 

গত ১৭ মার্চ সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ভারতীয় নৌ কমান্ডোরা। এ সময় জাহাজে থাকা ১৭ নাবিককে উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে মিয়ানমানের ৯ জন, বুলগেরিয়ার সাতজন এবং অ্যাঙ্গোলার একজন ছিলেন। 

ভারত মহাসাগরে ২০১১ সালে সোমালি জলদস্যুদের হামলার ঘটনা চূড়ায় পৌঁছায়। তখন এসব হামলায় জড়িতদের বিচারের মাধ্যমে কারাগারে পাঠাতো ভারতীয় নৌবাহিনী। তবে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের কবল থেকে জাহাজ ও নাবিকদের উদ্ধার করে জলদস্যুদের সাগরে ছেড়ে আসছিলেন নৌ সদস্যরা। 

চলতি সপ্তাহে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল বলেছেন, এক দশকের বেশি সময়ের মধ্যে এবার প্রথমবারের মতো সাগরে বন্দি জলদস্যুদের বিচারের মুখোমুখি করার জন্য ভারতে আনা হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ