• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:২৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক


বুধবার ১৫ই মে ২০২৪ দুপুর ০১:১৪



কোক স্টুডিও বাংলার অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হয়েছে টিকটক। প্রথমবারের মতো এই পার্টনারশিপে যুক্ত হয়েছে তাঁরা। সংগীত ও বিনোদনকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার জন্য বিখ্যাত কোক স্টুডিও বাংলা এ দেশ এবং দেশের বাইরের লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে। আধুনিক গানের ধারার সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী গানের নতুন সংমিশ্রণ এনেছে কোক স্টুডিও বাংলা। যা আন্তর্জাতিকভাবেও প্রশংসা অর্জন করেছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, নতুন এই পার্টনারশিপের আওতায় কোক স্টুডিও বাংলার বিহাইন্ড-দ্য-সিনের ফুটেজ, শিল্পীদের সাক্ষাৎকার ও অন্যান্য আকর্ষণীয় সব কনটেন্ট টিকটকে শেয়ার করা হবে বিশেষভাবে। এতে সংগীতশিল্পী ও দর্শকদের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে, একইসাথে ভক্তরা তাদের প্রিয় গানগুলোর সৃষ্টির পিছনের দারুণ গল্পগুলো সম্পর্কে জানতে পারবে। 

কোক স্টুডিও বাংলা ইতিমধ্যে ডিজিটাল এনগেজমেন্ট তুলে ধরতে সক্ষম হয়েছে উল্লেখযোগ্যভাবে। সিজনের শুরু থেকে তাদের টিকটক অ্যাকাউন্টটি এক লাখেরও বেশি ফলোয়ার অর্জন করেছে। পাশাপাশি, টিকটক কোক স্টুডিও বাংলার জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজের সুবিধাও দিয়েছে। যেখানে টিকটক ব্যবহারকারীরা যেকোনো সময় কোক স্টুডিও বাংলার সর্বশেষ আপডেট জানতে পারবে এবং প্রিয় শিল্পীদের ফলো করতে পারবে। এছাড়াও এই ল্যান্ডিং পেজে নতুন গান রিলিজ সম্পর্কে জানা যাবে এবং সাউন্ডট্র্যাকগুলো ব্যবহার করা যাবে।

এই পার্টনারশিপ সম্পর্কে কথা বলতে গিয়ে টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশন পূজা দত্ত বলেন, ‘আমরা কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের জন্য পার্টনারশিপ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পার্টনারশিপ বাংলাদেশের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধশালী করবে এবং আকর্ষণীয় সব কনটেন্ট নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতিকেও তুলে ধরবে।’

কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জু-উন নাহার বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, বৈচিত্র্যময় সংগীত ও মানুষের প্রতি কোকাকোলার ভালোবাসাই কোক স্টুডিও বাংলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। টিকটকের মতো সৃজনশীল একটি প্ল্যাটফর্ম আমাদের গানের গল্পগুলোকে তুলে ধরতে এবং একে আরও এগিয়ে নেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা। আমরা মনে করি, এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের কনটেন্টগুলো আরও নতুন এবং আকর্ষণীয় উপায়ে দর্শকদের কাছে পৌঁছে যাবে।’ 

সংশ্লিষ্টদের ভাষ্য, এই যৌথ উদ্যোগ শুধুমাত্র দর্শকদের সম্পৃক্ততাই বাড়িয়ে তুলবে না, বরং সংগীত মাধ্যমে নিয়ে আসবে নতুনত্ব। মিউজিক প্ল্যাটফর্ম ও প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো একসাথে ভিন্ন ধারার কনটেন্ট তৈরিতে দৃষ্টান্ত স্থাপন করবে এই পার্টনারশিপ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->