• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৪:৪৩ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

০৭:২৫ পিএম, ১৭ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

রাজশাহী সিটি কর্পোরেশনে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু


সোমবার ১৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২৫



রাজশাহী সিটি কর্পোরেশনে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু

মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর ১৫নং ওয়ার্ডের টিএন্ডটি কলোনী এলাকায় বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু। তিনি জানান, ১৫ দিনের এই অভিযানে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিস্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংস সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১৩০০ কর্মী এই কাজে নিয়োজিত থাকবে। বিশেষ অভিযান শেষে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্বোধনকালে রাজশাহী সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->