• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ০১:৩৪:১১ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২১০ কোটি টাকা


সোমবার ১৩ই মে ২০২৪ সকাল ১১:১০



আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২১০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২১০ কোটি টাকা। 

সোমবার (১৩ মে) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১০টা ৩২ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১৬ দশমিক ২২ পয়েন্ট। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০০ দশমিক ৯৯ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ২৮ দশমিক ৫১ পয়েন্ট ও ১ হাজার ২৫১ দশমিক ৯৮ পয়েন্টে। 

এ সময় ডিএসইতে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০২টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি। 

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ২২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৩৪৫ দশমিক ৮৫ পয়েন্টে ও ৯ হাজার ৮৪৬ দশমিক ২৪ পয়েন্টে। 

এছাড়া সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৩০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৭২ দশমিক ৫৪ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ৪২৯ দশমিক ২৯ পয়েন্ট ও ১ হাজার ১৪৯ দশমিক ১৯ পয়েন্টে।  

এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকার। 

লেনদেন হওয়া ৭১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->