• ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৫০:৩২ (05-May-2024)
  • - ৩৩° সে:

০৫:০০ পিএম, ২০ ফেব্রুয়ারী ২০২৪


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
দুর্ঘটনা
জনদুর্ভোগ

ত্রিশালে জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত


মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:০০



ত্রিশালে জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ময়মনসিংহের ত্রিশালে জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। পরে সংযোগ শেষে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের উদ্দেশে যাত্রা করে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রুটে আধাঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। 

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়। 

তিনি আরও জানান, পরে আধা ঘণ্টার মধ্যেই তিনটি বগির সংযোগ শেষে ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেললাইন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ