• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৬:০৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯



গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিহত দুই বোন।

শপথ দাশ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার(১২ জানুয়ারী) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭)ও নিজাম মৃধার মেয়ে রাফিয়া(৪)। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো বোন। 

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে দুই বোন পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে দুইবোনকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুই বোনকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->