• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:২১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

শাহজাদপুরে হাত-পা বাধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:০৬



শাহজাদপুরে হাত-পা বাধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হচ্ছে।

মাহবুবুল আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুরে নিখোঁজের ৫দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারী) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

নিহত শরিফুল ইসলাম উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।

গত ৯ জানুয়ারী শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শরিফুল ইসলাম নিখোঁজ হয় বলে তার স্বজনরা জানিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শ্বাশুড়ি ও শ্যালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->