• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩০:৫০ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

হোয়াইটওয়াশ থেকে বাঁচল টাইগাররা


রবিবার ২৬শে মে ২০২৪ দুপুর ০১:০১



হোয়াইটওয়াশ থেকে বাঁচল টাইগাররা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে, টানা ২টি ম্যাচ হারা, অনেকটা ছন্দ ছাড়া দলটি , সিরিজের শেষ ম্যাচে করল দুর্দান্ত পারফরমেন্স। ১০ উইকেটে জয় পেল টাইগাররা।  

ম্যাচের প্রথম ইনিংসেই নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে দেয় বাংলাদেশের বোলারা, যুক্তরাষ্ট্রকে আটকে দেয় ১০৪ রানে। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে মোস্তাফিজ নেন ৬ উইকেট। 

পরের ইনিংসেও সে একই রূপে মাঠে নামেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান ও সৌম সরকার। যুক্তরাষ্ট্রের দেয়া ১০৪ রানের লক্ষ্য ১১ ওভার ৪ বলেই অর্জন করেন এই দুই ব্যাটসম্যান । 

সপ্তাহজুড়ে টানা দুই হারের পর দল যেভাবে সাড়া দিয়েছে তাতে সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসা শান্ত। 

বাইট: শান্ত ( আমি মনে করি ছেলেরা আজ ভাল খেলা দেখিয়েছে। এই ম্যাচের আগে আমরা যে পরিকল্পনা করেছিলাম, সবাই তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে) 

এই সিরিজের পর, ২৮ মে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আবরো দেখা হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। 

মন্তব্য করুনঃ


-->