• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:৪১:০২ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে এমপি মায়ার সাথে দলীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়


শুক্রবার ৩০শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৩৬



মতলব উত্তরে এমপি মায়ার সাথে দলীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

মোফাজ্জল হোসেন মায়ার সাথে দলীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়।

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর(চাঁদপুর)প্রতিনিধি :

আগামী নির্বাচনের ঘোষণাপত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) রাতে মতলব উত্তরের মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

সাবেক এ মন্ত্রী সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থেকে চাঁদপুর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সহধর্মিণী ও মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভিন চৌধুরী, তাঁর ছেলে ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং দিপুর স্ত্রী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->