• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫১:১২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৩১



মতলব উত্তরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান।

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর প্রতিনিধি :

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারী) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদের বটছায়ায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এবং জেলা পরিষদ সদস্য সরকার মোঃ আলাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->