• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০২:২৭:৫০ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


শুক্রবার ২১শে অক্টোবর ২০২২ দুপুর ০১:২৭



নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী

নাটোরের বাগাতিপাড়ায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আশ্রাফুল ইসলাম ও মঞ্জু আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

উপজেলার জয়ন্তপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

মোঃ আশ্রাফুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার শোভ দিদারপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং মঞ্জু আলী শোভ ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->