• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৪৮:০৭ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ৪ ঘণ্টার ‘অ্যানিমেল’


বৃহঃস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৪১



নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ৪ ঘণ্টার ‘অ্যানিমেল’

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বিশ্বব্যাপী গত ১ ডিসেম্বর (শুক্রবার) মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সিনেমাটি। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আগামী ২৬ জানুয়ারি নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তি পেতে পারে। এছাড়া নেটফ্লিক্স ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরও ৩০ মিনিট বাড়ছে। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি। কারণ সিনেমাটির মূল ভার্সনে রান টাইম ৩ ঘণ্টা ২২ মিনিট। 

এর আগে শাহরুখ খানের জওয়ান সিনেমাতেও একই ঘটনা চোখে পড়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে সিনেমাটির কিছু দৃশ্য বাড়িয়ে মুক্তি দেয়া হয়েছে। 

এদিকে মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি ব্যবসা করেছে ‘অ্যানিমেল’। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। সারা বিশ্বে আয়ের পরিমাণ ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা। 

এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম–এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। 

সিনেমার দৈর্ঘ্য নিয়ে রণবীর কাপুর বলেন, ‘অ্যানিমেল-এর গল্পটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই পরিমাণ সময় প্রয়োজন। আমরা ৩ ঘণ্টা ৪৯ মিনিটের প্রথম কাটটি দেখেছি এবং আমরা আনন্দ পেয়েছি। দৈর্ঘ্য দেখে আতঙ্কিত হবেন না, শুধু সেরা সিনেমার অভিজ্ঞতা নিন।’ 

২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->