মফস্বল ডেস্ক :
রাজশাহীতে ছেলের হাসুয়ার কোপে রুস্তম আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত রুস্তম আলী পাকার অভিযুক্ত ছেলের নাম শুকুর আলী পাকা (৪৫)। ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছেন।
বাঘার মনিকগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তারা বাবা ছেলে মূলত গাছ কেনাবেচার ব্যবসা করেন। বাবা রুস্তম আলীর কেনা বিভিন্ন প্রজাতির গাছগুলো বিক্রি করতে চান ছেলে শুকুর আলী। এই নিয়ে মঙ্গলবার ভোরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে জখম করে শুকুর আলী। পরে ঘটনাস্থলেই রুস্তম আলী নিহত হন।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় মামলা হবে।
মন্তব্য করুনঃ