• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৫:৪১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

বিকিনি পরা ভিডিও ভাইরাল রাশ্মিকার, এবারও ডিপফেক


বুধবার ২৯শে মে ২০২৪ সকাল ১০:৫৭



বিকিনি পরা ভিডিও ভাইরাল রাশ্মিকার, এবারও ডিপফেক

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

আবারও ডিপফেক বিতর্কে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। গত বছর নভেম্বরে অভিনেত্রীর একটি ভিডিও প্রকাশ্যে আসে। যা পরে ডিপফেক বলে জানা গিয়েছিল। এরপর একটি মামলা দায়ের করেন অভিনেত্রী। 

পরবর্তীকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। 

এবার ফের ডিপফেকের শিকার অভিনেত্রী। লাল বিকিনি পরে দাঁড়িয়ে থাকা রাশ্মিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটিতেও আগের মতোই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে রাশ্মিকার মুখ অন্য নারীর মুখের উপর বসিয়ে দেওয়া হয়েছে। 

এবারের ভিডিওটি ড্যানিয়েলা ভিলারিয়াল নামে এক নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেয়া। তিনি কলম্বিয়ার একজন মডেল। 

গত বছর ব্রিটেনের এক নারী ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের মুখের উপর বসানো হয়েছিল রাশ্মিকার মুখ। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

যা নিয়ে তোলপাড় হয় বলিউডেও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে একাধিক তারকা রাশ্মিকাকে আইনি লড়াইয়ের আহ্বান জানান। এরপর মামলা দায়ের করা হয় এবং দিল্লি পুলিশ অভিযুক্তকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করে। 

রাশ্মিকাকে সামনে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’ চলচ্চিত্রে। ইতোমধ্যে সিনেমায় তার লুকও প্রকাশ্যে এসেছে। 

 এ বছরই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->