"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, " এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্যজীবী, খামারি, সংবাদ কর্মী, জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি। এসময় কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলজিআরডি প্রকৌশলী খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, বিলকালাই মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আক্কাশ আলী সহ অনেকে বক্তব্য রাখেন। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহিত কার্যক্রম বিষয়ে অবহিত করা হয়।
মন্তব্য করুনঃ