• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫০:১৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

‘জন্মদিনের পোশাক’-এ অস্কারের মঞ্চে জন সিনা


সোমবার ১১ই মার্চ ২০২৪ দুপুর ০১:৫৪



‘জন্মদিনের পোশাক’-এ অস্কারের মঞ্চে জন সিনা

ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক: 

প্রতিবারই অস্কারে নানা উদ্ভট ঘটনা ঘটে। এবারও ব্যতিক্রম নয়। তবে এবার যেন সব ছাপিয়ে আলোচনায় অস্কারে জন সিনার কাণ্ড। আজ অস্কারের মঞ্চে প্রায় নগ্ন হয়ে হাজির হয়েছিলেন তিনি। 

সেরা কস্টিউম ডিজাইন উপস্থাপনের জন্য প্রায় নগ্ন হয়ে মঞ্চে হাজির হন এই রেসলার ও অভিনেতা। 

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা অস্কার পুরস্কারের মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। 

তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল একটা খাম, যাতে কস্টিউম ডিজাইন বিভাগে মনোনীত ও জয়ীর নাম লেখা ছিল। 

জন সিনাকে দেখেই মিলনায়তনে উপস্থিত দর্শকের মধ্যে শোরগোল পড়ে যায়। তিনি রসিকতা করে বলেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে।’ 

মনোনীত ব্যক্তিদের নাম পড়তে পড়তে আলো নিভে আসতেই কয়েকজন সহকারী জন সিনার জন্য একটি চমৎকার গাউন নিয়ে আসেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->