• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১১:৪১ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩


সোমবার ১লা মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬



সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

No Caption

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

পুলিশের ভাষ্য, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->