• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৩:০৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে, দেখা মিলছে না সূর্যের


শুক্রবার ১২ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৫



হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে, দেখা মিলছে না সূর্যের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নেই। তবে চারদিন ধরে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে ঠিকমতো দেখা মেলেনি সূর্যের। সাথে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। দেখা দিয়েছে জনদুর্ভোগ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। 

শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমে রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মঙ্গলবার থেকে রাতে ঘনকুয়াশা আর দিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। ঠিকমতো সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শিরশির বাতাসের দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->